স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দু’দিন ব্যাপী “উজ্জীবন সুস্বাস্থ্যে পথ চলা ” ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়ে গেল। সোমবার হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের সামনে এ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার ডিডিএফপি মির সাজেদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ড. মোহাম্মদ নুরুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিউছুর রহমান উজ্জল। এ সময় বক্তারা বলেন-ইউএসএ আইডি’র উজ্জীবন প্রকল্পের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাওয়ায় জন্স হপকিনস সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম এবং এর সহযোগী সংস্থাকে ধন্যবাদ জানান। একই সাথে এর কার্যক্রম ব্যাপক বাড়ানোর আহবান জানান তারা। উদ্বোধন শেষে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করাসহ জনসাধারণ ও স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময় করা হয়। গতকাল মঙ্গলবার মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে “উজ্জীবন সুস্বাস্থ্যে পথ চলা” ক্যাম্পেইন করা হয়। ইউএসএআইডি উজ্জীবন সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন প্রজেক্ট জনস হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস, সেভ দ্যা চিলড্রেন এবং বিসিসিপি এর একটি সমন্বিত প্রচেষ্টা যা মা, নবজাতক, শিশু ও কিশোর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও যক্ষ্মা নিয়ে কাজ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উজ্জীবন প্রায় পাচঁ বছর ধরে বাংলাদেশের সকল সম্প্রদায়ের মাঝে স্বাস্থ্যগত চর্চা উন্নত করার জন্য কাজ করছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মানুষের জন্য। কোভিড পরবর্তী পরিস্থিতিতে উজ্জীবন প্রকল্পের সেবাগুলি নিয়ে রিসোর্স পারসন, সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে একটি ক্যাম্পেইন পরিকল্পনা কর হয়। ক্যাম্পেইনের উদ্দেশ্য, রিসোর্স পারসনদের উজ্জীবন সেবা সম্পর্কে জানানো, সেবা দাতাদের আধুনিক যোগাযোগ উপকরণ সরবরাহ করা ও সর্বোপরি সেবা গ্রহীতাদের সাথে কিভাবে আরো সেবা বৃদ্ধি করা যায় সে সম্পর্কে মত বিনিময় করা হয়।