স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত জুয়েলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৮ এপ্রিল সোমবার গভীর রাতে ওসি মোহাম্মদ এমরান হোসেনের দিক-নির্দেশনায় এসআই দুলাল মিয়া, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত জুয়েল নন্দীপাড়া গ্রামের মনু মিয়া প্রকাশ মনুহর মিয়ার পুত্র ও বানেশ^র বিশ^াসের পাড়ার ফজলু খাঁর পুত্র মোশাহিদ খা (১৯)। গতকাল মঙ্গলবার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।