স্টাফ রিপোর্টার ॥ সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সংবাদকর্মী পরিচয়দানকারী মীর দুলাল (৪২) ও বিকাশ চন্দ্র সরকারকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে তার কাছ থেকে আরও তথ্য উদঘাটনের জন্য পুলিশ তার বিরুদ্ধে রিমাণ্ডের আবেদন করছে।
গতকাল ১৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে পুলিশ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গত সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার ঝিকুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৪ বোতল ফেনসিডিল, একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এ ছাড়া দুলালের নিকট অনলাইন এস কে টিভি, জে বি টিভিসহ বিভিন্ন কার্ড পাওয়া যায়।