স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ও লাখাই উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ১৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের হারুন মিয়ার পুত্র রায়হান মিয়া (৪) বাড়ির উঠানে খেলছিলো। এক পর্যায়ে অসতর্কতাবশত পানিতে পড়ে যায়। অপরদিকে লাখাই উপজেলার স্বজন গ্রামের দেলোয়ার খাঁনের কন্যা নুসরাত আরা (৭) বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় বিনাময়নাতদন্তে তাদের লাশ নিয়ে যায় পরিবারের লোকজন।