শায়েস্তাাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শায়েস্তাগঞ্জ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২। এতে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণ-আরএফএল স্কুল, মোজাহের উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসা, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ও জহুর চান বিবি মহিলা কলেজ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শিক্ষার্থীগণ অংম গ্রহন করে। ৮টি বিষয়ের আয়োজিত প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ে অংশগ্রহণ করেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা শিক্ষা সুপারভাইজার জগদীশ দাস তালুকদার জানান, এই প্রতিযোগিতাটি অন্যান্য প্রতিযোগিতার চেয়ে একটু ব্যতিক্রম। এটি ভবিষ্যতে শিক্ষার্থীদের চাকুরীর ক্ষেত্রে মেধা কাজে আসবে।
জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন বলেন, এসকল প্রতিযোগিতা যত বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, তাদেরকে আরো বেশি মেধাবী করে তুলবে। ভবিষ্যতে তাদের চাকরির বাজারে এই প্রতিযোগিতাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।