স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বহুলা থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুল (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৯ এপ্রিল মঙ্গলবার ভোর রাতে সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম ও সনক দেবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে ওই গ্রামের মৃত মোতালিব মেম্বারের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি, ছিনতাইয়ের মামলায় ৩ বছরের সাজা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।