স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেকে এন্ড এইচকে হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি ও অভিভাবক সদস্য নির্বাচনে প্রচারণায় নেমেছেন ওই স্কুল এন্ড কলেজের কয়েকজন শিক্ষক-শিক্ষিকা।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেছেন অভিভাবক সদস্য প্রার্থী মোঃ শাহজাহান ও মোঃ এনামুল হক।
অভিযোগে তারা বলেন, ওই স্কুল এন্ড কলেজের নির্বাচনে নির্বাচনী প্রচারণা আচরণ বিধি লংঘন করে প্রচারণা চালাচ্ছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ কামাল উদ্দিন, মোঃ মোতাব্বির হোসেন, সৈয়দা কুমকুম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন। অভিযোগে প্রার্থীদ্বয় শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।