স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ থেকে কুখ্যাত চোর সাইদুলকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত মোতালিব মেম্বারের পুত্র। গতকাল সোমবার সন্ধ্যায় সদর থানার এসআই সনক দাশের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাইয়ের মামলায় পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো।