নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে দিন রাতে চলছে জমজমাট জুয়া খেলার আসর। জুয়ার পাশাপাশি মাদক সেবনও করছে জুয়া খেলতে আসা জুয়াড়ীরা। এছাড়া শহরের বিভিন্ন স্পটে ইয়াবা ফেন্সেডিলসহ প্রতিযোগিতার মাধমে মাদক বিক্রির ধুম চলছে। এতে বিপদগ্রামী হচ্ছে কম বয়সী যুবক ও স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা। জুয়া খেলা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আইপিএল ক্রিকেট টুনামেন্ট। ওই ক্রিকেট খেলায় স্থানীয় যুবক জনপ্রতিনিধিসহ অন্যান জেলার লোকজন ও বাজি ধরে বলে তথ্য খোঁজ নিয়ে জানা যায়। ওই বাজিতে বেশিভাগ লোকজন নিঃস্ব ও কয়েক জন বছর কানেক ব্যবধানে লাখপতি, কোটিপতি বনে গেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর, তিমিরপুর, ৮নং সদর ইউনিয়নের রূসলগঞ্জ বাজার, বদরদী গ্রাম, গুজাগাইড়, শান্তিপাড়া, আতিদ্যপুর, করগাও ইউনিয়নের শেরপুর, কামালপুর, ছোট শাকুয়া, পূর্ব বড় ভাকৈর ইউনয়নের হরিনগর, কুশি ইউনিয়নের কুশি গ্রামসহ প্রত্যকটি ইউনিয়নের হয় কোন বাড়িতে না হয় বাজারের দোকানের পিছনে কোথায়ও কোথাও চায়ের ষ্টল ও ব্যবসা বানিজ্য কম এমন দোকানে প্রকাশ্য মোবাইল আ্যপে লডু, জান্ডি মুন্ডা ত্রাস দিয়ে জুয়া খেলতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন দূর দূরান্ত থেকে ওই এলাকাগুলোতে জুয়া ও মাদকের আসরে যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ আমোদ ফূর্তি করতে আসে। এসবের ফাঁদে পড়ে অনেকেই টাকা-পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরে যায়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, উপজেলাসহ পৌরসভার কিছু প্রভাবশালী ব্যাক্তিরা এই জুয়ার আসর বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। প্রাচীন ঐতিহ্যবাহী মেলা গুলো প্রায় বিলুপ্তি পথে ওই জুয়ার কারনে। এদিকে জুয়া ও মাদকের কারণে দিন দিন বেড়েই চলেছে পারিবারিক সহিংসতা ও কলহ। বেড়েছে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ঘটনাও। এনিয়ে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন অতিবিলম্বে এসব জুয়া আসর ও মাদকের আস্তানা ভেঙে গুড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ বলেন- প্রতিদিনই আমরা বিভিন্ন স্থানে মাদক ও জুয়ার বিরেুদ্ধে অভিযান পরিচালনা করছি। আমরা খবর পেলেই জুয়ার আস্তানায় অভিযান পরিচলানা করি। অভিযানে অনেক জুয়ারী মাদক বিক্রেতাকে আটক করে কোর্টে প্রেরন করলে তারা আইনের মার-পেচে বেরিয়ে এসে পর্নূরায় এসব কাজে জড়িত হয়ে পড়ে। জুয়াড়ীরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জুয়া ও মাদক বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জুয়া ও মাদকের ব্যাপারে আমরা সোচ্চার।