স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে শহরের বানিজ্যিক এলাকায় আরটিজান শো রুমকে অতিরিক্ত স্টিকার লাগিয়ে পোশাক বিক্রি করায় ৫ হাজার টাকা, পান্না ইলেক্টনিক্সকে একই অপরাধে ৩ হাজার টাকা, খাঁজা গার্ডেন সিটির ডিঙ্গি কসমেটিককে আমদানিকারক সিলবিহীন বিদেশী কসমেটিক বিক্রি করায় ১৫শ টাকা জরিমানা করা হয়। আদালতকে সহযোগিতা করে র্যাব ৯ এর একটি দল। সহকারি পরিচালক জানান, অভিযান চলবে।