নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া বাজারে সরকারী জায়গার মাটি ভরাট করে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সরকার দলীয় নেতা গুমগুমিয়া গ্রামের মিজানুর রহমানের বিরুদ্ধে। ইউপি সদস্য মিজানুর রহমান মিজান মাটি কেটে সরকারী জায়গা দখল করায় এলাকার লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেকা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে বিভিন্ন ব্যাক্তি। উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করলে অভিযান পরিচালনা করে গুমগুমিয়া গ্রামের সাজিদুর রহমান ও হেলাল মিয়ার নির্মাণাধীন দোকান ঘর উচ্ছেদ করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস বলেন, অবৈধভাবে সরকারি জায়গা দখলের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ২ দিন পর গুমগুমিয়া গ্রামের এক্সকেভেটার দিয়ে মাটি ভরাট করায় ওই এলাকায় আলোচনা সমালোচনার শুরু হয়। এলাকাবাসী দাবি এলাকার অসহায় লোকজনকে যেভাবে সরকারী জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে সেই ভাবে এলাকর প্রভাবশালী ইউপি সদস্যকে সরকারী জায়গা থেকে উচ্ছেদ করার জন্য প্রশাসনের লোকজনের প্রতি এলাকাবাসী দাবি জানিয়েছেন।