স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ফারিয়ার উদ্দোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবের হল রুমে ইফতার মাহফিলের আয়োজন করে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন হবিগঞ্জ। হবিগঞ্জ জেলা ফারিয়ার নবনির্বাচিত সভাপতি তন্ময় দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামিল মিয়ার পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসাইন খান। ইফতার মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মোমেন উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আরএসএম রুকনোজ্জামান, ফারিয়ার সাবেক সভাপতি সাজেদুর রহমান সাজু, সাবেক সাধারণ মোঃ আরব আলী। এছাড়াও ঔষধ কোম্পানির আরএসএম, ম্যানেজার এবং হবিগঞ্জ জেলা ফারিয়ার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোতাচ্ছিরুল ইলসাম বলেন, ফারিয়ার কর্মরতরা হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে এখানে কাজ করছেন। আপনাদের যে কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তাকে পাশে পাবেন বলে আশ্বাস দেন। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান।