স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম থেকে দেড় বছরের এক শিশুকে অপহরণ করে মাধবপুর উপজেলায় নেওয়ার পর সেখান থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার মাধবপুরের খরড়া এলাকা থেকে শিশুকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে ফেরে অভিযানকারী দল। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন কুলসুম বেগম (২৭), তার স্বামী মো. সোহেল (২৯) ও সোহেলের মা খোরশেদা বেগম (৫৫)। অপহরণের বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বুধবার সকালে রৌফাবাদ এলাকার রাজা মিয়া কলোনি থেকে ১৮ মাস বয়সী শিশু আরজুকে অপহরণ করেন কুলসুম। এর তিনি অপহৃত শিশু ও স্বামী-শাশুড়িকে নিয়ে মাধবপুর চলে যান। শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
অপহৃত শিশুর মা মুক্তা বেগম জানান, তিনি পোশাক শ্রমিক। স্বামী আব্দুল খালেক মাংস বিক্রেতা। রাজা মিয়া কলোনির একটি ভাড়া বাসায় তারা বাস করেন। এই দম্পতির ১২ বছরের এক মেয়ে আছে। তার কাছে ছোট্ট ছেলেকে রেখে তিনি গার্মেন্টে যান। আর স্বামী চলে যান মাংস বিক্রি করতে। এরই মধ্যে বুধবার বড় মেয়ে রান্নাঘরে গেলে কৌশলে ছোট ছেলেকে অপহরণ করে নিয়ে যান কুলসুম। পরণে বড় বোন রান্নাঘর থেকে এসে অনেক খোঁজাখুঁজির পরও ছোট ভাইকে না পেয়ে বাবা-মাকে বিষয়টি জানায়। পরে পুলিশের কাছে অভিযোগ করেন।
অভিযানের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান গণমাধ্যম কে বলেন, অপহৃত শিশুর মায়ের অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। কিন্তু কে ছেলে অপহরণ করেছে তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে বেশ দূরে একটি সিসি ক্যামেরার ফুটেজে এক নারীকে দেখা যায় বাচ্চা শিশুকে কোলে নিয়ে চলে যেতে। সেই নারীকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে ওই নারীর তথ্য সংগ্রহ করা হয়। সেই নারীর অব¯’ান অনুসরণ করতে করতে পুলিশ পৌঁছে যায় হবিগঞ্জে। সেখান থেকে অপহৃত শিশুকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করা হয়। শিশু অপহরণের বিষয়ে বিস্তারিত জানতে আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছিল আদালতে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। ১৮ মাসের শিশুকে পুনরায় কোলে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন মুক্তা-খালেক দম্পতি। বলেন, ‘আমার মেয়েকে অপহরণ করে কেউ নিয়ে যাবে, এটা ভাবতেই পারিনি। ফুটফুটে বাচ্চাটি তো অপরাধ করেনি। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে বাচ্চাকে আমাদের কোলে ফিরিয়ে দেবে, সেটাও ভাবিনি। কিন্তু দুই দিনের মধ্যেই বাচ্চাকে ফেরত পেয়েছি। এতেই আমরা খুশি।