স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বাঙালি জাতির ঐতিহ্যবাহী উৎসবপহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। যুগ যুগ ধরে বাঙালির ঘরে ঘরে দিনটি বর্নিলভাবে উদযাপিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা প্রশাসন দিন ব্যাপাী কর্মসুচি গ্রহণ করে।
পহেলা বৈশাখ সকালে কালেক্টরেট প্রাঙ্গণ নিমতলা থেকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান সহ জেলা প্রশাসনসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের সদস্যবৃন্দসহ জেলার সর্বস্তরের মানুষ।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে নববর্ষ উপলক্ষে লোকজ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো: মাহবুব আলী। পরে পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকল কর্মসূচিতে জেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ, বিভিন্ন স্তরের জনসাধারণ সহ সাংবাদিকস্তৃদ উপস্থিত ছিলেন।