রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

অসম্প্রদায়িক বাংলাদেশ হোক পহেলা বৈশাখের প্রতিজ্ঞা-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার স্বপক্ষের শক্তি যখনই ক্ষমতায় থাকে না, তখনই বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় নিয়ে যাওয়া হয় এবং দেশে জঙ্গি ও উগ্রবাদের আত্মপ্রকাশ ঘটানো হয়। বর্তমান আওয়ামী লীগ সরকার এই দেশকে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন এদেশের মানুষ দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে জীবন যাপন করছে। তিনি পহেলা বৈশাখ সকালে হবিগঞ্জ টেনিস কাবে খেলাঘর আসরের বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। একইদিন তিনি বৃন্দাবন সরকারি কলেজের বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন। এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকার পহেলা বৈশাখকে সার্বজনীন উৎসবে রূপ দিয়েছে। এদিনে সকল শ্রেণিপেশার মানুষ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে স্মরণ করেন। পহেলা বৈশাখের প্রতিজ্ঞা হোক সন্ত্রাস ও জঙ্গীমুক্ত অসম্প্রদায়িক বাংলাদেশ। বর্ণমালা খেলাঘর আসরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনির সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ ও বৃন্দাবন সরকারি কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী। পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সরকারি মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ জাহান আরা খাতুন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায়, হবিগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি কবি তাহমিনা বেগম, জাতীয় পরিষদ সদস্য সুধাংশু রায় ও হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপুল রায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com