স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার স্বপক্ষের শক্তি যখনই ক্ষমতায় থাকে না, তখনই বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় নিয়ে যাওয়া হয় এবং দেশে জঙ্গি ও উগ্রবাদের আত্মপ্রকাশ ঘটানো হয়। বর্তমান আওয়ামী লীগ সরকার এই দেশকে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন এদেশের মানুষ দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে জীবন যাপন করছে। তিনি পহেলা বৈশাখ সকালে হবিগঞ্জ টেনিস কাবে খেলাঘর আসরের বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। একইদিন তিনি বৃন্দাবন সরকারি কলেজের বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন। এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকার পহেলা বৈশাখকে সার্বজনীন উৎসবে রূপ দিয়েছে। এদিনে সকল শ্রেণিপেশার মানুষ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে স্মরণ করেন। পহেলা বৈশাখের প্রতিজ্ঞা হোক সন্ত্রাস ও জঙ্গীমুক্ত অসম্প্রদায়িক বাংলাদেশ। বর্ণমালা খেলাঘর আসরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনির সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ ও বৃন্দাবন সরকারি কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী। পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সরকারি মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ জাহান আরা খাতুন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায়, হবিগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি কবি তাহমিনা বেগম, জাতীয় পরিষদ সদস্য সুধাংশু রায় ও হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপুল রায়।