স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান উপলক্ষে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে স্থানীয় আর ডি হল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের সভাপতি লায়ন আলহাজ্ব মোজাহিদ হুসেন চৌধুরী। সাধারণ সম্পাদক লায়ন এ কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিঃ৩১৫ বি-১ এর গভর্নর লায়ন শাহেনা রহমান এম.জে.এফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস গভর্নর লায়ন মোঃ শরীফ আলী খান এম.জে.এফ, ২য় ভাইস গভর্নর লায়ন মোঃ লুতফুর রহমান এম.জে.এফ, কেবিনেট ট্রেজারার লায়ন মীর সফিকুল আলম কনক এম.জে.এফ, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের চার্টার প্রেসিডেন্ট লায়ন এডঃ এস এম বজলুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মনসুর রশীদ কাজল, পাস্ট প্রেসিডেন্ট লায়ন এডঃ এস এম আলী আজগর, পাস্ট প্রেসিডেন্ট লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, ভাইস প্রেসিডেন্ট এস এম আব্দুল আওয়াল, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ মর্তুজা হাসান, জয়েন্ট সেক্রেটারি লায়ন এডঃ অর্জুন চন্দ্র রায়, লায়ন এডঃ নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, লায়ন মোঃ জালাল উদ্দীন, লায়ন মোঃ মামুনুর রশীদ, লায়ন ফখরুল আলম বাবুল, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লায়ন বদরুল আলম, ট্রেজারার লায়ন কাজী মহিবুর রহমান সেলিম, লায়ন মোঃ আব্দুল আহাদ, লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন রাজেন্দ্র চন্দ্র দাস, লায়ন দিলীপ কুমার সরকার, লায়ন সৈয়দ আমিনুল হাসান, লায়ন এম এ কাইয়ুম চৌধুরী, লায়ন এডঃ বিকাশ চন্দ্র দাস, লায়ন সুনীল চন্দ্র দাস, লায়ন অমিয় চন্দ্র রায়, লায়ন বিশ্বজিৎ বনিক চন্দন, লায়ন মহিবুর রহমান টিপু প্রমুখ নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণ শেষে স্থানীয় ফুড ভিলেজ রেস্টুরেন্টে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।