স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর থেকে ৪ দিন ধরে নুর ইসলাম (৩৫) নামের এক যুবক নিখোজ রয়েছে। তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তাকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। নিখোজ নুর ইসলাম এর পিতা মোহনপুর গ্রামের বাসিন্দা আব্দুল গনি মিয়া জানান, নুর ইসলামের মাথায় একটু সমস্যা রয়েছে। সে গত জুলাই বাড়ী থেকে বের হলে আর ফিরে আসেনি। এরপর থেকে তিনি আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার কোন সন্ধ্যান পাননি। তার কোন সন্ধ্যান পেলে তিনি ০১৭১৮৯১৬১৫২ নাম্বারের যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।