প্রেস বিজ্ঞপ্তি ॥ মানিক চৌধুরী পাঠাগারের উদ্যোগে গতকাল শুক্রবার রাস্তার দিনমজুরদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মানিক চৌধুরী পাঠগারে আয়োাজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মানিক চৌধুরী পাঠাগারের সভাপতি সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, আওয়ামী লীগ নেতা অনুপ কুমার দেব মনা, কমরেড মোঃ মাসুদ, প্রতীক থিয়েটারের প্রতিষ্ঠাতা সুনিল বিশ্বাস, মৃনাল কান্তি রায়, আব্দুল জাহির, শহীদ সন্তান নাসির প্রমুখ।
এ সময় কমান্ডেন্ট মানিক চৌধুরী কন্যা ও পাঠাগারের প্রতিষ্ঠাতা আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, মানিক চৌধুরী পাঠাগার একটি সদকায় জারিয়া প্রতিষ্ঠান। মানুষের কল্যাণে ব্রত হয়েই আমরা আমাদের কর্মসূচি পালন করি।
ইফতার মাহফিলে দোয়া পরিচলনা করেন বীর মুক্তিযোদ্ধা কাজি গোলাম মর্তূজা।
উল্লেখ্য, কমান্ডেন্ট মানিক চৌধুরী পাঠাগারে সপ্তাহে তিনদিন পাঠকদেরকে বই পড়ানোর জন্য আসর পেতে বসে থাকে। তার বাহিরেও মানুষের কল্যাণ সদা সচেষ্ট থাকে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরী স্মৃতির স্মরণে প্রতিষ্ঠিত মানিক চৌধুরী পাঠাগার।
করোনা কালীন সময় গোটা রমজান জুড়ে শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে মানিক চৌধুরী পাঠাগার কর্তৃপক্ষ। গত রমজানে রান্না করা খাবার ইফতার হিসাবে বিতরণ করা হয়। এই বছরও নিজস্ব অর্থায়নে পুরো রমজান জুড়ে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।