চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ এসএস আল আমিন সুমনের বাসা থেকে চুরি যাওয়া মালামাল চুনারুঘাটের আমুরোড বাজার থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের বগলাবাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর বাসা থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার।
তদন্ত সূত্র ধরেই গতকাল সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত আমুরোড বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার পার্শ্ববর্তী বাসায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশ উক্ত বাসা থেকে একটি মোটরসাইকেল, ওয়াশিং মেশিন, ল্যাপটপ সহ বেশ কিছু দামি মালামাল। গতকাল সন্ধ্যার পর ওসি (ডিবি) মোঃ আল আমিন এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে এ মালামাল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ডাক্তার সুমনের স্ত্রী ডাক্তার রোজিনার বড় ভাই উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল বলেন, জব্দকৃত মালামাল এর মধ্যে অনেক মাল আমার বোনের বাসার। তিনি আরও বলেন আমুরোড গোছাপাড়া গ্রামের ফজল মিয়া ছেলে তুষার ও তার মেয়ের জামাই জুয়েল চুরি-ডাকাতির সাথে জড়িত।
পুলিশ বাসা থেকে জুয়েল এর স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে যায়। জুয়েল মিয়া আমুরোড বাজার সংলগ্ন গোছাপাড়া গ্রামের ফজল মিয়া ছোট মেয়েকে বিয়ে করে আমুরোড বাজারে ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিল।