স্টাফ রিপোর্টার ॥ সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কল্যাণ অনুদানের চেক বিতরণ, দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সবকটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডঃ মোঃ মাহবুব আলী এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।