চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র হরমুজ আলী নির্বাচিত হয়েছে। গতকাল রবিবার দুপুর আড়াইটায় পৌরসভা কক্ষে চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌর মেয়র ও ৯জন কাউন্সিলর এবং ৩জন মহিলা কাউন্সিলর নিয়ে মোট ১৩জন ভোটার ছিল। এর মধ্যে প্যানেল মেয়র পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভা শেষে সর্বসম্মতিক্রমে ৮নং ওয়ার্ড কাউন্সিলর হরমুজ আলীকে চুনারুঘাট পৌরসভার পৌর প্যানেল মেয়র নির্বাচিত করা হয়। এদিকে নব নির্বাচিত পৌর মেয়র হরমুজ আলী চুনারুঘাট পৌরবাসীসহ সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।