স্টাফ রিপোর্টার ॥ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে। গতকাল এ উপলক্ষে সমিতির প্রধান কার্যালয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় সমিতির সদস্যসহ প্রায় ৩ শতাধিক লোক ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। এর আগে নব-নির্বাচিত সভাপতি নির্ধন দাস ও সাধারণ সম্পাদক আরাধন দাসকে দায়িত্ব বুঝিয়ে দেন আব্দুর রাজ্জাক। আগামী ১৭ এপ্রিল রবিবার থেকে নতুন কমিটি দায়িত্ব পালন করবেন। উক্ত ইফতার মাহফিলে আইনজীবি সহকারি সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।