মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হাওরাঞ্চল এলাকা নামে খ্যাত বানিয়াচংয়ে বোরো ধান কাটা উৎসব ও নমুনা শস্য কর্তন শুরু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের সুনারু হাওরে আনুষ্ঠানিকভাবে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। সঞ্জয় কুমার দাশের সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা (খামার বাড়ি) আশেক পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ রাসেল চৌধুরী ও ১০নং সুবিদপুর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী জয় কুমার দাশ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, কৃষককে সবধরণের সহযোগিতা দিচ্ছে সরকার। ৭০/৮০% ধান পেঁকে গেলেই কেটে ফেলতে হবে। কৃষিযন্ত্রপাতি প্রয়োজন হলে আরও দেওয়া হবে। কৃষকদের জন্য প্রকৃতি বেশ অনুকূল নয়। আর তাছাড়া উপজেলায় যেসব বাঁধ রয়েছে সেগুলোতে কড়া নজরদারি রাখতে হবে। মনে রাখতে হবে কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। এ সময় ২৫ জন কৃষকের মাঝে সুষম খাদ্য বিতরণ করেছেন জেলা প্রশাসক। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ। এর আগে উপজেলার বিভিন্ন দফতর পরিদর্শন ও দরিদ্র-ভিটেমাটিহীন মানুষদের জন্য সরকারি অর্থায়নে নির্মিত ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।