স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকায় ডিপ টিউবওয়েল বসানোর সময় জলফু মিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে পাইকপাড়া গ্রামের মরম আলীর পুত্র। গতকাল ১২ এপ্রিল বুধবার ওই এলাকার জনৈক ব্যক্তির বাসায় কাজ করছিলো। এক পর্যায়ে টিউবওয়েলের মোটরের তারে বিদ্যুতস্পৃষ্ট হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।