স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলামকে আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল ১২ এপ্রিল বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাতের আদালতে সদর থানার এসআই সনক দেব জেলা পরিষদ ভাংচুরের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে সামছুল ইসলামের উপস্থিতিতে উভয়পক্ষের শুনানীক্রমে গ্রেফতার দেখানো হয়। এর আগে গত রবিবার (১২ এপ্রিল) বিকেলে তাকে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে লাখাই উপজেলার মানপুর গ্রাম থেকে পুলিশ এসল্ট মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার অ্যাডভোকেট সামছুল ইসলাম লাখাই উপজেলার মুড়াকড়ি ইউনিয়নের মানপুর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে সদর থানায় সোপর্দ করে।