স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হামিদা খাতুন (১১) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের বাদল মিয়ার পুত্র। গতকাল সোমবার দুপুরে বাড়ির পাশে পুকুরে খেলা করার সময় ভুলবশত পানিতে পড়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।