নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামে প্রতিপক্ষের হামলা-বাড়ীঘর ভাংচুর, অগ্নি সংযোগের ঘটনায় রেজাক মিয়ার পুত্র ফরহাদ মিয়া (৪৫) কে নবীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, গত বুধবার নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় বাকের ইউনিয়নের বাগাউড়া গ্রামের প্রতিপক্ষের লোকজনের হামলায় একই পরিবারের মহিলাসহ ১০ জন লোক আহত হন। এ সময় হামলাকারীরা তাদের বাড়ীঘর ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এ ঘটনায় জাবেদ মিয়া বাদী হয়ে ৬ নাম উল্লেখ্য করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল সোমাবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা দূর্গা কুমার দাশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফরহাদ নামের ব্যক্তিতে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। মামলার তদন্তকারী অফিসার বলেন, এ ঘটনার সাথে জড়িত গ্রেফতার করতে অভিযান অব্যহত থাকবে।