নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে বাড়ির সামনে খাল থেকে মাটি কাটাকে কেন্দ্র করে সোমবার সকাল ১১ টার দিকে দু’ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আছকন উল্লার ছেলে কাছন মিয়া, তারা মিয়ার ছেলে আরজু মিয়া ও কদ্দুছ মিয়ার ছেলে সুমন মিয়া সংঘবদ্ধভাবে একই গ্রামের হানিফ উল্লার বাড়ির সামনে খাল থেকে সোমবার (১১ এপ্রিল) সকালে জোরপুর্বক মাটি কাটতে গেলে হানিফ উল্লা বাধাঁ দেয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হানিফ উল্লার বাড়ি ছড়াও করে হামলা ও মারপিট শুরু করে। এতে হানিফ উল্লা (৭০), সফর মিয়া (৪৫), তার ছেলে আরজু মিয়া (২২) এবং সুমন মিয়া (২২) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের নিয়ে নবীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে প্রতিপক্ষ কাছন মিয়ার লোকজন গাড়ীতে হামলার করা হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই স¤্রাট ঘটনাস্থল পৌছে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনার জেরধরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।