স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছরের ন্যায় এ বছরও মাধবপুরে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের কর্ণধার, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল ও তাঁর পরিবারের পক্ষ থেকে মাধবপুর পৌরসভা, আন্দিউড়া, শাহজাহানপুর ও ছাতিয়াইন ইউনিয়নের অসহায় ও গরীব মানুষের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল দিন ব্যাপি সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান, মাধবপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান প্রধান অতিথি হিসাবে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, বাবুল হোসেন, আবজাল পাঠান, হাজী অলিউল্লাহ, সুমন চৌধুরী, আলফাজ মিয়া, ফরাশউদ্দিন বাবু, আবুল বাশার, গোলাপ খান, হাজী ফিরোজ মিয়া, মোঃ মাসুক মিয়া, লুৎফুর রহমান খান, শাহজাহান চৌধুরী টিটু, মোঃ সেলিম মিয়া, আবু নাসের মোঃ জামাল, জালাল উদ্দিন, জনি পাঠান, সায়হাম গ্রুপের সিনিয়র ব্যবস্থাপক মোঃ ইশরাত চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ সভায় সায়হাম গ্রুপের সাবেক চেয়ারম্যান সাবেক কৃষি প্রতিমন্ত্রী মরহুম সৈয়দ মোঃ কায়সার ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, সায়হাম গ্রুপের চেয়াম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল এলাকায় শিল্পস্থাপনের পাশাপাশি আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছেন। এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাট তৈরীসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছেন। শিক্ষা বিস্তারে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রসা, এতিমখানা, দৃষ্টিনন্দন ঈদগাঁও স্থাপনসহ শিক্ষার মানোন্নয়নে আর্থিক অনুদান প্রদান করে আসছে। বিনামূল্যে চক্ষু শিবির, শীত বস্ত্র বিতরণ, অসহায় ও গরীব মেধাবি শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান করে আসছে দীর্ঘদিন থেকে।