মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল দুপুরে দু’পক্ষের সংঘর্ষে মুশাহিদ মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নে দত্তপুর গ্রামে। নিহত যুবক ওই গ্রামের ছবুর মিয়ার ছেলে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
সূত্রে জানা যায়, দত্তপুর গ্রামের কাদির মিয়ার হবিগঞ্জ শহরে ভাঙারীর দোকান আছে। এই দোকানে সবুর মিয়ার পক্ষের হাফিজুল মিয়া কর্মচারী হিসাবে কাজ করে। হাফিজুল মালিকের অগোচরে দোকান থেকে কিছু ভাঙারী মালামাল সরিয়ে ফেলে বলে অভিযোগ উঠে। পরে বিষয়টি নিয়ে সবুর মিয়া এবং দুলাল মিয়ার পক্ষে বিরোধ ও মনোমালিন্য সৃষ্টি হয়। মারামারির ঘটনাও ঘটে। এর জের ধরে গতকাল দুপুরে উভয় পক্ষের লোকজন দত্তপাড়া বেড়িবাধে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘন্টা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। সংঘর্ষের ঘটনার সাথে জড়িত ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
সংঘর্ষে আহত মোশাহিদ মিয়া সহ অন্যান্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মুশাহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।
এদিকে হত্যাকান্ডের ঘটনা প্রচারের সাথে সাথে প্রতিপক্ষের লোকজন আত্মগোপন করেছে। পুরুষ শুন্য হয়ে পড়েছে প্রতিপক্ষের বাড়িঘর।