স্টাফ রিপোর্টার ॥ মোঃ সেলিম তালুকদারকে সভাপতি ও মোঃ আব্দুস সহিদকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান এমএ মোত্তালিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান এই কমিটি অনুমোদন দিয়েছেন। নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেনÑ সহ সভাপতি বিজয় জ্যোতি দাস, সাবেক মেম্বার মোঃ তাহির মিয়া, কালিপদ বণিক, মোঃ মুতি মিয়া মাস্টার, বর্তমান মেম্বার মোঃ আব্দুন নূর জাহির, মোঃ মাসুক মিয়া চৌধুরী, বর্তমান মেম্বার মোঃ ফুরুক মিয়া, সাবেক মেম্বার মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুল জলিল ছুরুক, মোঃ আব্দুর রহিম চৌধুরী, বর্তমান মেম্বার মোঃ আঃ খালেক, মোঃ ধনু মিয়া তালুকদার, মোঃ উসমান মিয়া, মোঃ হাবিবুর রহমান মোক্তার, মোঃ আব্দুল জলিল ও মোঃ আঃ কদ্দুছ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম, সুজিত রঞ্জন সেন, মোঃ জবরু মিয়া, মোঃ মজলিশ মিয়া ও মোহন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার, সাবেক মেম্বার মৌলানা আবু তাহের, মোঃ এনাম আখঞ্জী, মোঃ আব্দুল্লাহ ও মোঃ আশিকুর রহমান এবং অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জালাল আহমেদ। আগামী মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগের দপ্তরে জমা দেয়ার জন্য নতুন কমিটিকে নির্দেশ দেয়া হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র নেতৃত্বে আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।