স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল রবিবার সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান এমএ মোত্তালিব ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে উত্তম রায় সভাপতি ও আবিদ আলীকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তাঁদেরকে নির্দেশ দেয়া হয়েছে ।
নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেনÑ সহ-সভাপতি, মোঃ ইসমাইল মিয়া, মোঃ ছালেক মিয়া, মুতিলাল দাশ, আব্দুল্লাহপুর, মোঃ ধলাই মিয়া, মোঃ তাজ উদ্দিন, আব্দুল আউয়াল তালুকদার বুলবুল, মোঃ সঞ্জব আলী, মোঃ আহাদ মিয়া মেম্বার, মোঃ তাহির মিয়া, মোঃ আফিল উদ্দিন ও মোঃ আলী হাদয়র। যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত সূত্রধর, বর্তমান মেম্বার মোঃ বারিক মিয়া, শেখ জামাল, মোঃ অনু মিয়া ও মোঃ তাজুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদাল মিয়া, মোঃ আব্দুর রহিম, নোয়াখাল ও মোঃ ইয়াকুব খাঁ, প্রচার সম্পাদক মোঃ আহাদ মিয়া, চরগাঁও এবং অর্থ সম্পাদক মোঃ জসিম মিয়া। নতুন কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র নেতৃত্বে আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।