স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুরে অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাকে ১ বছরের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার (১০ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা ও মাদক দ্রব্য অধিদপ্তরে সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম সহ মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে ৩৫ পুরিয়া গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী হলো হবিগঞ্জ পৌর এলাকার মোহনপুর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান হাবীব (৫৫)। এ সময় তাকে ১শ টাকা অর্থদ- অনাদায়ে ১ বছরের কারাদ- দেয়া হয়। অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ এর সদস্যগণ।