নবীগঞ্জ প্রতিনিধি ॥ শনিবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের পানিউন্দা এলাকা থেকে সাদা রংয়ের একটি কার নং ঢাকা মেট্রো-গ-১১-০৫৬৯ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে এসেছে পুলিশ। কে বা কারা গাড়ীটি ওই স্থানে ফেলে গেছেন তা এখন নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে গাড়ীটির প্রকৃত মালিক পক্ষ নবীগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন। পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (৯ এপ্রিল) রাতে গোপন সুত্রে খবর পেয়ে ওসি তদন্ত আমিনুল ইসলাম একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের পানিউন্দা ইউপির রোকনপুর বাজার সংলগ্ন রাস্তার উপর একটি সাদা রং এর কার গাড়ী পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। দীর্ঘ সময় অপেক্ষা করে গাড়ীটির আশপাশে কাউকে না পেয়ে পরে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে ওসি (তদন্ত) আমিনুল ইসলাম গাড়ীটির প্রকৃত মালিক পক্ষ নবীগঞ্জ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন। প্রয়োজনে অফিসার ইনচার্জ নবীগঞ্জ থানা, মোবাইল ০১৩২০ ১১৮৯০৯। তবে পরিত্যক্ত গাড়ীটির রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে পুলিশ।