স্টাফ রিপোর্টার, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শায়েস্তাগঞ্জ ধানসিড়ি কনভেনশর হয়ে হবিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক প্রাণ আরএফএল কোম্পানি উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় শায়েস্তাগঞ্জ এলাকায় কর্মরতে প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জেনারেল ম্যানেজার মোস্তাক চৌধুরী, জেনারেল ম্যানেজার দীপক কুমার দেব, জেনারেল ম্যানেজার মেজর অবসর আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার এডমিন মোহাম্মদ সাইফুর রহমান সাইফুল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আ.স.ম আফজল আলী, সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহ হুমায়ূন, সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, অনলাইন প্রেসক্লাব সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মামুন চৌধুরী, সাংবাদিক ফোরাম সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মজনু, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, আব্দুর রকিব, আনন্দ টিভি জেলা প্রতিনিধি বেলাল হোসেন, দৈনিক শায়েস্তাগঞ্জ অনলাইন পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু প্রমুখ।