স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত পুুলিশ এসল্ট মামলায় এডভোকেট সামছুল ইসলাম (৫১) কে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ সদর থানা পুলিশ গতকাল রাতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এডভোকেট সামছুল ইসলাম লাখাই উপজেলার মুড়াকড়ি ইউনিয়নের মানপুর গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র।
প্রকাশ, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে। এতে ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও পৌনে ২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এতে সমাবেশ বন্ডুল হয়ে যায়। এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, এডঃ এনামুল হক সেলিম সহ ৪০ জনের নাম উল্লেখ করে ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়।
এদিকে ওই সংঘর্ষের ঘটনায় এডভোকেট সামছুল ইসলাম বাদী হয়ে পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত অভিযোগটি খারিজ করে দেন।