স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও হবিগঞ্জ প্রেসক্লাব সহযোগী সদস্য সাংবাদিক সুরুজ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল শনিবার পত্রিকায় প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।