বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

আজমিরীগঞ্জে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৯৯ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ দেশে কৃষি শ্রমিকের সংকটের কারণে প্রায় প্রতি মৌসুমেই কৃষকদের ধান কাটা নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। শ্রমিক সংকটের কারণে ধান কাটার উপযোগী হওয়ার পরেও কৃষকরা যথাসময়ে ঘরে তুলতে পারেন না। ফলে অনেক সময় কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হয়। তবে আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারের ফলে কৃষক এ বিড়ম্বনা থেকে রক্ষা পেয়েছে। আধুনিক প্রযুক্তির কল্যাণে ধান ও গম কাটা ও মাড়াইয়ের অত্যাধুনিক যন্ত্র কম্বাইন হার্ভেস্টার কৃষকদের দোড়গোড়ায় চলে এসেছে। এ যন্ত্রের সাহায্যে একসঙ্গে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করা সম্ভব হচ্ছে। ফলে কৃষকের উৎপাদন খরচ ৬০ থেকে ৭০ শতাংশ কমে আসছে। গতকাল শনিবার দুপুর ১২ টায় আজমিরীগঞ্জ উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৭০ শতাংশ ভূর্তুকি মূল্যে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বনি আমিন খাঁন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, সদর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন মোবারুল, শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, জেলা পরিষদ সদস্য নজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার আলী, প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা। প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, দেশের জনসংখ্যা বাড়ার সঙ্গে কমছে কৃষিজমি। তাই উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলনের জন্য প্রয়োজন কৃষিজমিতে উন্নত প্রযুুক্তির ব্যবহার। এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের পাশাপাশি কৃষকেরা লাভবান হবেন। ধান কাটা ও মাড়াইয়ে আধুনিক যন্ত্র ব্যবহার করলে কৃষকদের দুর্ভোগে পড়তে হবে না। কৃষকদের দুর্ভোগ থেকে রক্ষা করতে সরকার কৃষকদের জন্য ৭০% ভুুর্তকি দিয়ে কম্বান হার্ভেস্টার মেশিন দিচ্ছেন। ২০২১-২০২২ অর্থ বছওে উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় বোরো মৌসুমে ‘‘ সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের ’’ আওতায় মোট ১৩ টি মেশিন বরাদ্দ পেয়েছেন,আজ ৭ টি কম্ববান হার্ভেস্টার মেশিন ভর্তুকি মাধ্যমে কৃষককে কৃষি যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করছে। দ্রুত আধুনিক প্রযুক্তি গ্রহণ করে তা ব্যবহারের মাধ্যমে নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি দেশকেও এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে কৃষকসহ জনগণকে সচেতন করতে হবে বলেও তিনি অভিপ্রায় ব্যক্ত করেন। উল্লেখ্য, অধিক ফলন ও উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কৃষি খামার যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় দেশব্যাপী উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ৭০ শতাংশ ভর্তূকি মূল্যে উপজেলা পর্যায়ের কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টারসহ কৃষি যন্ত্রপাতি বিতরণ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com