স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে উন্নয়নের জোয়ার বইছে। এ সরকারের আমলে অন্যান্য সরকারের তুলনায় অধিক উন্নয়ন হয়ে থাকে। আর এই উন্নয়নের রক্ষার স্বার্থে দেশের জনগণ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসিয়েছে। আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসায় সর্বক্ষেত্রে উৎপাদন বেড়েছে। সেই সাথে দেশের আইন শৃংখলা পরিস্থিতি এবং রজমান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রয়েছে। ফলে ব্যবসায়ীরা কোন রকম ভয় ও বাধাঁ ছাড়াই সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন। তিনি গতকাল রিচি ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন
গতকাল শনিবার বিকেল ৫টায় হবিগঞ্জ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ ও মোঃ জাহির মিয়ার পরিচালনায় বিশেষ অথিতির বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, হবিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, মোতাহের হোসেন রিজু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শেখ শাহজাহান কবিরসহ ইউনিয়ন কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মুরব্বিয়ান।