স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি কমিটির নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ওই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি গঠন কল্পে উপজেলা শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার জিয়া উদ্দিন।
গত ৩০ মার্চ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ২ এপ্রিল হতে ৭ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ক্রয় ও ৯ এপ্রিল বাছাই ও ১২ এপ্রিল প্রত্যাহার এবং ২৩ এপ্রিল নির্বাচন। নির্বাচনে অভিভাবক পদে স্কুল শাখায় ৬ জন ও কলেজ শাখায় ৩ জন এবং মহিলা পদে ১ জন নির্বাচিত হবেন। প্রিসাইডিং অফিসার জিয়া উদ্দিন সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ সময় জে কে এন্ড এইচ কে হাই স্কুল ও কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসান উপস্থিত ছিলেন। কিন্তু একটি পক্ষ নির্বাচনের পরিবর্তে মনোনীত কমিটি গঠনের চেষ্টায় লিপ্ত রয়েছে। অভিভাবকদের দাবী, বিগত কমিটি যথাযথ দায়িত্ব পালন না করায় বিদ্যালয়ে আর্থিক কেলেঙ্কারীর মতো ঘটনা ঘটেছে।