আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের হাওর অঞ্চলে বণ্যা কবলিত ব্যবস্থাপনা জীবন মান উন্নয়ন প্রকল্প (হিমলিপ) এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ উপলক্ষে গতকাল শনিবার বিকাল ১ টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকোশলী আহমেন তানজির সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী প্রকোশলী মোসাদেকুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ভাটিঁ বাংলার উন্নয়নের রূপকার আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী, জেলা পরিষদ সদস্য নজমুল হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, সদর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন মোবারুল, শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা প্রমুখ। এতে বিইউজি সদস্যদের মধ্যে মূলক বিকল্প জীবিকানির্বাহ কার্যক্রমের (আলগা) প্রত্যেক সদস্যদের মাঝে ১০ হাজার টাকা করে ২৩০ জন সদস্যের হাতে চেক বিতরন করেন। পিরোজপুর থেকে জলসুখা বাজার রাস্তার এলসিএস প্রত্যেক সদস্যদের মাঝে ৪ হাজার ও সমিতির সভাপতি ও সম্পাদকদের মাঝে ৫ হাজার টাকা করে ১৬৭ জন সদস্যদের মধ্যে ৮ লক্ষ ৫০ হাজার টাকা লভ্যাংশ বিতরণ করা হয়।