স্টাফ রিপোর্টার ॥ আজ ১০ এপ্রিল রবিবার জেলা আওয়ামীলীগের প্রাক্তন সহ-সভাপতি, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি রোটারিয়ান এডভোকেট মোঃ আলমগীর ভূইয়া বাবুল এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উপজেলার তুলাই-শিমুল গ্রামে কবর জিয়ারত, কোরআন খতম ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এতে মরহুমের বন্ধু-বান্ধব, শুভাকাংখীসহ সকল আত্মীয়-স্বজনকে উপস্থিত থাকার জন্য উনার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তিনি ২০১৬ সালের ১০ এপ্রিল ভোর ৫টায় কিচিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিদ্যালয় হাসপাতালে শেষ নিশ্বাস করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। মরহুম আলমগীর বাবুল ভূইয়া বাবুল কর্মজীবন শুরু করেন উপজেলা আনসার ও ভিডিপির অফিসার মাধ্যমে। পরে তিনি হবিগঞ্জ বারে আইনজীবি হিসেবে যোগদান করেন। তিনি হবিগঞ্জ বারের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সততাও নিষ্ঠার সাথে। রোটারি ক্লাব অব হবিগঞ্জের সেক্রেটারী ও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী সবার প্রিয় আলমগীর বাবুল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। বিশেষ করে আওয়ামীলীগ যখন বিরোধী দলে ছিল তখন তিনি দলীয় নেতা-কর্মীদের মামলা পরিচালনায় বিশেষ ভূমিকা রেখেছেন। মৃত্যুর পূর্বে তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এমএস কিবরিয়া হত্যা মামলা পরিচালনা করেছেন।