স্টাফ রিপোর্টার ॥ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ৬৪ লাখ ২৬ হাজার টাকার বার্ষিক বাজেট গতকাল শনিবার সকাল ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়। ইউনিট কমান্ডার এডভোকেট মো. আলী পাঠান এতে সভাপতিত্ব করেন। সভায় বর্তমান সংসদের সম্ভাব্য ৬৪ লাখ ২৬ হাজার টাকার বাজেট পেশ করেন সহকারি ইউনিট কমন্ডার (অর্থ) মো. হায়দার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ইউনিট কমান্ডার গৌর প্রসাদ রায়, মো. আব্দুল মালেক, সহকারি ইউনিট কমান্ডার (সাংগঠনিক) শফিকুর রহমান, তোজাম্মেল হক তরফদার (প্রচার), এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ (তথ্য ও গবেষনা), মো. হায়দার আলী (অর্থ), সৈয়দ জাহিদুল ইসলাম (সাহিত্য ও সংস্কৃতি), মো. আব্দুল আলী (ত্রান ও সমাজকল্যাণ), নায়েক মো. আব্দুল মালেক (ক্রীড়া), শাহ সাইদুর রহমান সুন্দর আলী (শ্রম ও জনশক্তি), সুখেন্দ্র চন্দ্র দাশ (দপ্তর), রঞ্জিত কুমার দাস (প্রকল্প ও সমবায়), উপাধ্যক্ষ আব্দুজ্জাহের (শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন), কার্যকরী সদস্য মো. ছায়েব আলী, মো. আনোয়ার হোসেন লুতু, মো. আব্দুল হান্নান। সভার শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও ভবন সম্প্রসারণ, সাটার বিক্রয়, গত নির্বাচন, ঈদ পূনর্মিলনীসহ বিবিধ বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।