বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ৬ রমজান। প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে আজকের এই দিনে আল্লাহর নবী হযরত মূসা ‘আলায়হিস্ সালাম আল্লাহর নিকট থেকে হিদায়াতের বিধান সম্বলিত তওরাত কিতাব প্রাপ্ত বলে জানা যায়। কুরআন মজীদে হযরত মূসা ‘আলায়হিস্ সালামের নিকট তওরাত কিতাব নাযিল হওয়ার উল্লেখ রয়েছে। আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন : আমি মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তাকে করেছিলাম বনী ইসরাঈলের পথ নির্দেশক। আমি আদেশ করেছিলাম তোমরা আমাকে ছাড়া অন্য কাউকেও কর্মবিধায়করূপে গ্রহণ করো না। (বনী ইসরাঈলঃ আয়াত ২)। হযরত মূসা ‘আলায়হিস্ সালামের আল্লাহ জাল্লা শানুহুর সঙ্গে যে কথাবার্তা হয়েছিলো তার উল্লেখও কুরআন মজীদে রয়েছে। আল্লাহ্ জাল্লা শানুহু ইরশাদ করেন : মূসা যখন আমার নির্ধারিত সময়ে উপস্থিত হলো এবং তার রব্ তার সঙ্গে কথা বললেন, তখন সে বললো : হে আমার রব! আমাকে দর্শন দিন, আমি আপনাকে দেখবো। তিনি বললেনঃ তুমি আমাকে কখনই দেখতে পাবে না। তুমি বরং পাহাড়ের প্রতি লক্ষ্য করো, তা স্বস্থানে স্থির থাকলে তবে তুমি আমাকে দেখবে। যখন তার রব্ পাহাড়ে তাঁর তাজাল্লী (জ্যোতির ছটা) প্রকাশ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ-বিচূর্ণ করলো এবং সে সংজ্ঞাহীন হয়ে পড়লো। যখন সে জ্ঞান ফিরে পেলো তখন বললো ঃ আপনি মহিমময়, আমি অনুতপ্ত হয়ে আপনার দিকে প্রত্যাবর্তন করলাম এবং আমিই মু’মিনদের মধ্যে প্রথম। তিনি বললেনঃ হে মূসা! আমি তোমাকে আমার রিসালত ও আমার কালাম দ্বারা মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সুতরাং আমি যা দিলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। আমি তার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি।
সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমার কওমকে তাদের যা উত্তম তা গ্রহণ করতে নির্দেশ দাও। আমি অচিরেই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদেরকে দেখাবো। (সূরা আ’রাফঃ আয়াত ১৪৩-১৪৫)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com