শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দালালসহ গ্রেফতার ৩ মৃত্যুর ২ দিন পর চুনারুঘাটের জহুর আলীর লাশ হস্তান্তর শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক আগামী মঙ্গলবার পইল ঐতিহ্যবাহি মাছের মেলা নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা শহরের যানজট নিরসনে গুরুত্ব দিয়ে কাজ করবে পৌরসভা নবীগঞ্জ-রুদ্রগ্রাম রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন মাধবপুরে জাতীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০

মাধবপুরে মাহবুব আলী এমপি বৃক্ষ রোপনের মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে হবে

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুলাই, ২০১৪
  • ৪৩৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ এমপি মাহবুব আলী বলেছেন-বৃক্ষের সাথে নতুন করে পরিচিত হওয়ার জন্যই আমাদের এই বৃক্ষ মেলা। আগে যে বৃক্ষগুলো আমাদের বাড়ির আনাচে কানাছে ছিল এগুলো দিয়ে মানুষ অনেক রোগ বালাই থেকে রক্ষা পেত। বৃক্ষের মাধ্যমেই মানুষ জীবিকা নির্বাহ করে। এ বৃক্ষ নিধন করে আমরা পরিবেশ নষ্ট করে ফেলেছি। এ বিজ্ঞানের যুগে আমরা শুধু পরিবেশের ভারসাম্য হারিয়েছি। আমদেরকে পুনরায় বৃক্ষ রোপনের মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশকে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন-আমাদের নবী হরযত মুহাম্মদ (সাঃ)ও বার বার বৃক্ষ রোপনের কথাও বলেছেন। তাই আপনারা বেশি করে গাছ লাগান। সীতাকে অপহরণের পরও অশোককে গাছের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। গৌতম বৌদ্ধও বৃক্ষের নিচে তপস্যায় মগ্ন ছিলেন। তিনিও বার বার গাছ লাগানোর কথা বলেছেন। তাদেরকে অনুসরণ করে আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে। গতকাল শনিবার দুুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি পুর্নবাসন কর্মসূচি ২০১৪ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা আমন মৌসুমে নেরিকা বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধনের পূর্বে এবং ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রহম আলী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওসমান খান, উপজেলা জাপার সদস্য সচিব আক্তার হোসেন মনির, আলাউদ্দিন আল রনি, মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আতিকুল হক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ কাউছার মোল্লা, আইয়ুব খান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা অসীত দেব। ফলদ বৃক্ষ মেলায় ১২ টি স্টল সাজানো হয় এবং ২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রতিজনকে ১০ কেজি নেরিকা ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে সরবরাহ করা হয়। ফলদ বৃক্ষ মেলায় বঙ্গবন্ধু কৃষি পুরষ্কারপ্রাপ্ত কৃষক আমজাদ খাঁনের নার্সারী পরিদশর্নের সময় সংসদ সদস্য সন্তোষ প্রকাশ করে সকল নার্সারী মালিককে তার মত সফল হওয়ার জন্য উৎসাহ যোগান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com