স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষন মামলার এজাহার নামীয় একজন পলাতক আসামী গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি-আব্দুল্লাহ্-আল্-নোমান এর নেতৃত্বে এক দল র্যাব সদস্য গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মুন্সিবাড়ি থেকে গণধর্ষন মামলার এজাহার নামীয় পলাতক আসামী নুর উদ্দিন নুরধন (৩৫)কে গ্রেফতার করে করতে সক্ষম হয়। নুরধন মাধবপুর উপজেলার রাধাপুর গ্রামের মৃত সবুর হোসেনের পুত্র।