স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরিফাবাদ গ্রামে বাসার দরজা ভেঙ্গে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১১টায় নসরতপুর রেল গেইট এলাকায় আব্দুল হামিদ তালুকদারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি পালনকালে বক্তারা বলেন-আগামী ৪ দিনের মধ্যে পুলিশ আসামীদেরকে আটক না করলে বিশ্ব রোড এবং রেল রোড অবরোধ করা হবে। তারা আরও বলেন আসামীরা এলাকায় সন্ত্রাসী ও ত্রাস সৃষ্ঠি করে যাচ্ছে এমন কি আসামীর ছোট ভাই মোঃ সাকিম মিয়া কয়েক দিন আগে ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। এ ধরনের কাজের সাথে জড়িতদেরকে পুলিশ অবিলম্বে ধরে আদালতের কাঠগড়ায় দাড় করাতে এলাকাবাসী দাবী জানান। মানববন্ধনে বক্তব্যে রাখেন নিজামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল তালুকদার, রফিফ মেম্বার, আসাই মিয়া, ফজলু মেম্বার, আঃ হামিদ, মুক্তিযোদ্ধা নূর মিয়া, জব্বর মেম্বার, মারাজ মেম্বার, আঃ হাই, মাসুক মিয়া, ইদ্রিস আলী, আঃ কাইয়ুম।
উল্লেখ্য যে, সম্প্রতি কতিপয় দুর্বৃত্ত বাসায় ঢুকে শরিফাবাদ গ্রামের পিতা-পুত্রকে হত্যার উদ্যেশ্যে হামলা চালায়। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় ফয়সল মিয়া, শরিফ মিয়া, সাহাব উদ্দিন এবং সফিক মিয়াসহ অজ্ঞাত ৮/১০জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পরও এখন পর্যন্ত আসামী গ্রেফতার হয়নি।