প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী হাবীলীর একান্ত শীর্ষ ও মোরিদ মোঃ কদর আলী গত শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্নলিল্লাহি—-রাজেউন। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। ওই দিন বিকালে তাকে সুলতানশী কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুলতানশী হাবিলীর পীর সৈয়দ হাসান ইমাম হুসাইন চিশতী (আওলিয়া মিয়া সাহেব)। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞান করেন।