মাধবপুর প্রতিনিধি ॥ বঙ্গবন্ধুর স্বপ্ন রয়েছে কোটি বাঙ্গালীর হৃদয়ে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ সত্যিকার সোনার বাংলাদেশে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধে শহিদের রক্ত বৃথা যায়নি। বাংলাদেশ আজ বিশ^ দরবারে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান তেলিয়াপাড়া স্মৃতিসৌধকে সংরক্ষন করা হবে।
সোমবার দুপুরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান স্মৃতিসৌধ প্রাঙ্গনে ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে গতকাল বিশেষ আলোচনা সভা ও বীর মুুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান উপরোক্ত কথাগুলো বলেন।
মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টন (অবঃ) কাজী কবির উদ্দিন, উ্পজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌড় প্রসাদ রায়, বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর শহিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, আওয়ামীলীগ নেতা, মধাব রায়, বাবুল হোসেন খান, আব্দুল কুদ্দুস মাখন, শ্রীধাম দাশগুপ্ত, আলমগীর হোসেন টিপু, মুক্তিযোদ্ধা সন্তান পংকজ কান্তি দাশ, হাসানুজ্জামান, বাকী বিল্লাহ তরফদার, নাছির উদ্দিন খান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান।
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর কন্যা প্রতিটি স্তরে সাফল্য দেখিয়েছেন। এখন ভুমিহীনরা ঘরসহ আবাসণের ব্যবস্থা হচ্ছে। বাংলার প্রতিটি ঘর এখন আলোকিত। ইলিশ মাছ উৎপাদনে বিশে^ বাংলাদেশে এখন প্রথম। কৃষি উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। নারীর অগ্রযাত্রায় এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম। তেলিয়াপাড়া চা বাগানের স্মৃতিসৌধ সংরক্ষন ও মুক্তিযুদ্ধের যাদুঘর করার জন্য আলাদা জমির প্রস্তাব পাঠানো হয়েছে। তেলিয়াপাড়া চা বাগানের স্মৃতিসৌধ সংরক্ষন করা হলে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্ম আরো বেশী করে জানতে পারবে।