স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামে ফুলেন দাশ (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মদন মোহন দাশের পুত্র। গতকাল শনিবার সকালে নিজ ঘরের তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বানিয়াচং থানায় খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।